পরীক্ষা হবেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। ঘোষণা শিক্ষামন্ত্রীর

রাজ্য শিক্ষা ও চাকরি

নজর বাংলা ওয়েব ডেস্ক: করোনা অতিমারিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বোধহয় শিক্ষা ব্যবস্থা। প্রায় একবছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে স্কুল কলেজ। গতবছর তাও কোনোভাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল কিন্তু এবার সেটাও বন্ধ। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী পরীক্ষা স্থগিতের কথা জানিয়েছিলেন। এবার সেই পরীক্ষা নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আজ সাংবাদিক বৈঠক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, এখনই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক হচ্ছে না। অতিমারী পরিস্থিতি কেটে গেলেই দুই পরীক্ষা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা বাতিল হবে না তবে পরীক্ষার দিনক্ষণ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Continue Reading:

বাংলায় রাষ্ট্রপতি শাসন? সুপ্রিম কোর্টে আপিল আইনজীবীর

২০২১ সালের ভোটার তালিকা ডাউনলোড করুন সরাসরি। ক্লিক করুন এখানেমা

মাসিক রাশিফল: বাড়িতে অশান্তির পরিমাণ বাড়তে পারে (মে, ২০২১)

উল্লেখ্য, উচ্চমাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হবে, জানিয়ে দিয়েছে শিক্ষা সংসদ। কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে হোম সেন্টার হবে কিনা, সে বিষয়েও এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। অবশ্য ইতিমধ্যেই একাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, সাধারণত বছরের শুরুতে এই দুই পরীক্ষা হয়ে যায়। তবে করোনার জেরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে টানাপোড়েন অব্যহত র‌ইল। তবে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে মাধ্যমিকের দিনক্ষণ বদল করা হয়। যদিও উচ্চমাধ্যমিকের দিনক্ষণ এখনও অপরিবর্তিতই ছিল।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *