সেলফিন(CellFin): ইসলামী ব্যাংকের ডিজিটাল সেবা

সেলফিন বাংলাদেশ ইসলামী ব্যাংকের একটা ডিজিটাল সেবা। এটা ব্যবহার করে আপনি আপনার একাউন্ট নিয়ন্ত্রণ ও নতুন একাউন্ট তৈরি করতে পারবেন।

বাংলাদেশ ইসলামী ব্যাংক বিশ্বের ১০০০ ব্যাংকের ভিতর জায়গা করে নেয়া বাংলাদেশের একমাত্র ব্যাংক। তাদের আমানতও অনেক ব্যাংকের তুলনায় ঈর্ষনীয়।

আধুনিক ব্যাংকিংয়ের সাথে তাল মেলাতে তারা নানা ধরনের ডিজিটাল সেবা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ইসলামী ব্যাংক বাংলাদেশ নিয়ে ডিজিটাল ওয়ালেট সেবা সেলফিন।

সেলফিন একাউন্ট খোলার জন্য কী কী লাগবে?

CellFin একাউন্ট খোলার জন্য আপনাকে কষ্ট করে ব্যাংকে যাওয়া লাগবে না। আপনি ঘরে বসেই এই একাউন্ট খুলতে পারবেন। এর জন্যে আপনার দরকার হবে-

  • জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড (অর্থাৎ, আপনার বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে)
  • একটা সচল সিমকার্ড
  • একটা স্মার্টফোন
সেলফিন(CellFin)
সেলফিন

কীভাবে CellFin একাউন্ট খুলবেন?

  • প্রথমে স্মার্ট ফোনের প্লে স্টোরে গিয়ে CellFin লিখে সার্চ করুন, অথবা এই লিংকে গিয়ে আপনার ফোনে CellFin ইন্সটল করেন।
  • এরপর Register এ গিয়ে মোবাইল ও পাসওয়ার্ড দিয়ে একাউন্ট ওপেন করুন। মোবাইলে একটা ওটিপি আসবে, সেটা দিয়ে পরবর্তী ধাপে যান।
  • এই ধাপে আপনাকে আপনার জাতীয় পরিচয় পত্রের ছবি তুলে আপলোড দিতে হবে।
  • সিস্টেম স্বয়ংক্রিয় ভাবে তথ্য গুলো নিয়ে নিবে। সাথে যে যে তথ্য গুলো লাগবে, সেগুলো প্রবেশ করান।
  • হয়ে গেল আপনার আপনার একাউন্ট। ভেরিফিকেশনের জন্য ২-৩ দিন অপেক্ষা করুন।
  • যদি না হয় তবে, 16259, 09611016259, (+880)-2-8331090 নাম্বারে কল দিয়ে আপনার অভিযোগ জানান।

কী পাবেন CellFin এ?

সেলফিন একাউন্ট খুললে আপনি পাবেন একটা ভার্চুয়াল ভিসা কার্ড (Virtual Visa Card), যেটা শুধুমাত্র বাংলাদেশে ব্যবহার করা যাবে অন্যান্য ভিসা কার্ডের মত।

কী কী করা যাবে CellFin এ?

  • টাকা পাঠানো ও গ্রহন (ইসলামী ব্যাংক ও অন্যান্য ব্যাংক থেকে)
  • পেমেন্ট
  • বিল পরিশোধ
  • বাস, বিমান ও লঞ্চের টিকিট কাটা
  • ইসলামী ব্যাংকে নতুন একাউন্ট খোলা
  • বিদেশ থেকে রেমিটেন্স আনা

কোথা থেকে টাকা যোগ করা যাবে CellFin App এ?

  • ভিসা কার্ড
  • মাস্টারকার্ড
  • ইসলামী ব্যাংক ডেবিট কার্ড
  • ইসলামী ব্যাংক খিদমাহ কার্ড
  • ইসলামী ব্যাংক একাউন্ট
  • এম ক্যাশ

সেলফিন থেকে বিকাশ, নগদ, রকেটে টাকা আনুন

আপনি খুব সহজেই সেলফিন ব্যবহার করে বিকাশ, নগদ, রকেটে টাকা আনতে পারবেন। বিকাশ, নগদ, রকেট এর অ্যাড মানি অপশনে গিয়ে CellFin একাউন্টের ভিসা কার্ডের তথ্য গুলো দিলে আপনার টাকা CellFin থেকে আপনার মোবাইল ব্যাংকিং এ একাউন্টে ফ্রি স্থানতরিত হয়ে যাবে।

সেলফিন ব্যবহারে চার্জ

অধিকাংশ সার্ভিস ফ্রি। তবুও কিছু কিছু জায়গাতে চার্জ আছে। CellFin চার্জের তালিকা

আরও পড়ুন

Leave a Reply