পশ্চিমবঙ্গ রাজ্য জি কে প্রশ্ন উত্তর পিডিএফ২০২১। West Bengal GK Question answer in Bengali PDF download

Hello Dear Students,

আজ আমি আপনার সাথে পশ্চিমবঙ্গ রাজ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী বা  west bengal question answer in bengali pdfটি শেয়ার করছি। আগত West Bengal Primary TET Exam,Wbcs preliminary Wbp,SSC,NTPC,ICDS,GD,ইত্যাদি পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ বাংলাতে West Bengal general Knowledge Question answer in Bengali পিডিএফ,   টি যে কোন চাকরির পরীক্ষায় খুব সাহায্য করবে।  তাই সময় নষ্ট না করে নীচের লিঙ্কটিতে ক্লিক করে সম্পূর্ণ ফ্রি পিডিএফ ফাইল সংগ্রহ করুন.

পশ্চিমবঙ্গে জি কে প্রশ্ন উত্তর পিডিএফ২০২১। West Bengal GK Question answer in Bengali PDF download
পশ্চিমবঙ্গ রাজ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পিডিএফ

বি: দ্রঃ
 এই পৃষ্ঠার নীচে একটি পিডিএফ ডাউনলোড

লিঙ্ক দেওয়া আছে।


কিছু নমুনা দেখুন

1.কতসালে পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয়? 

উত্তর:- ১৯৪৭ সালে।

2.কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোথা দিয়ে বিস্তৃত হয়েছে?

উত্তর:- পশ্চিমবঙ্গের প্রায় মাঝখানে নদীয়া জেলার কৃয়নগর শহরের উপর দিয়ে বিস্তৃত।

3.পশ্চিমবঙ্গের আয়তন কত?

উত্তর:- প্রায় ৮৮,৭৫২ বর্গ কি.মি.।



4.পশ্চিমবঙ্গের বর্তমান লােকসংখ্যা কত?

উত্তর:- ৮ কোটি ২ লক্ষ ২১ হাজার ১৭১ জন।

5.পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত?

উত্তর:- প্রতি বর্গ কিমিতে ৯০৪ জন।

6.ভারতের রাজ্যগুলাের মধ্যে আয়তনে পশ্চিমবঙ্গ কোন স্থান অধিকার করে?

উত্তর:- ১৩তম স্থান।

7.আয়তনে পশ্চিমবঙ্গ সারা ভারতের আয়তনের কত শতাংশ ?

উত্তর:- ২ শতাংশ।

9.পশ্চিমবঙ্গে কয়টি প্রশাসনিক বিভাগ আছে?

উত্তর:- তিনটি।

প্রেসিডেন্সি বিভাগ- কলকাতা, উঃ চব্বিশ পরগণা, দঃ চব্বিশ পরগণা, হাওড়া, নদীয়া,

মুর্শিদাবাদ জেলা নিয়ে এই বিভাগ গঠিত।

বর্ধমান বিভাগ— বর্ধমান, হুগলি, বাঁকুড়া,

বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর,

পুরুলিয়া জেলা নিয়ে এই বিভাগ গঠিত।

জলপাইগুড়ি বিভাগ—জলপাইগুড়ি, দার্জিলিং,

কোচবিহার, উঃ দিনাজপুর, দঃ দিনাজপুর ও

মালদহ জেলা নিয়ে এই বিভাগ গঠিত।

10. পশ্চিমবঙ্গে কয়টি জেলা আছে?

উত্তর:- 23টি জেলা আছে।

11.পশ্চিমবঙ্গের সঙ্গে কোচবিহার রাজ্যের

অন্তর্ভুক্তিকরণ কবে ঘটে?

উত্তর:- ১৯৪৮ খ্রীষ্টাব্দে

13.পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি?

উত্তর:- দক্ষিণ ২৪ পরগণা।

14পশ্চিমবঙ্গের পূর্ব-পশ্চিমে সর্বাপেক্ষা বিস্তার কত?

উত্তর:- ৩২০ কিমি.।

15.পশ্চিমবঙ্গের রাজধানীর নাম লেখ।

উত্তর:- কলকাতা।

16.পশ্চিমবঙ্গের অবস্থান লেখাে।

উত্তর:- পশ্চিমবঙ্গ ভারতের পূর্বাংশে অবস্থিত একটি

অঙ্গরাজ্য। পশ্চিমবঙ্গ পশ্চিমে ৮৫°৫০ পূর্ব

দ্রাঘিমা থেকে পূর্ব দিকে ৮৯°৫০' পূর্ব দ্রাঘিমা

পর্যন্ত বিস্তৃত এবং দক্ষিণ দিকে ২১°৩৮' উত্তর

অক্ষাংশ থেকে উত্তর দিকে ২৭°১০ উত্তর

অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত।

17.পশ্চিমবঙ্গের চতুঃসীমা বর্ণনা কর।

পশ্চিমবঙ্গের উত্তরে রয়েছে সিকিম রাজ্য ও

ভূটান দেশ, পূর্বে রয়েছে অসম রাজ্য ও

প্রতিবেশী দেশ বাংলাদেশ, দক্ষিণে রয়েছে

বঙ্গোপসাগর, পশ্চিমে রয়েছে বিহার ও ঝাড়খণ্ড

রাজ্য, দক্ষিণ-পশ্চিমে উড়িষ্যা রাজ্য,

উত্তর-পশ্চিমে রয়েছে নেপাল।

18.কোন্ রেলপথের মাধ্যমে পশ্চিমবঙ্গ ও

বিহারের মধ্যে যােগাযােগ রয়েছে

উত্তর:- পূর্ব রেলপথ।

19.পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোটি?

উত্তর:- সিগালীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু

(উচ্চতা ৩৬৩০ মিটার)।

20.কালিম্পং পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কী ?

উত্তর:- ঋষিলা।

21.তিস্তা নদীর পূর্বদিকের একটি শৈলশিরার নাম কর।

উত্তর:- চোলা শৈলশিরা।

22.তিস্তা উপত্যকার পশ্চিমদিকে অবস্থিত ঘুম পর্বতশ্রেণির উল্লেখযােগ্য একটি পর্বতশৃঙ্গের

নাম বল উত্তর:- সিল।

23.পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির?

উত্তর:- উষ্ণ ও আর্দ্র প্রকৃতির।

23.পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালীন গড় উয়তা কত?

উত্তর:- ২০°-৩০° সেন্টিগ্রেড।

25.গ্রীষ্মকালে পুরুলিয়ায় উত্তাপের পরিমাণ কত?

উত্তর:- ৪০° সেন্টিগ্রেড।

26. পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশ গরম পড়ে?

উত্তর:- বর্ধমান জেলার আসানসােল।

27. লু’ বাতাস কখন বয়?

উত্তর:- গ্রীয়কালে।

28.পশ্চিমবঙ্গের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?

উত্তর:- প্রায় ১৮০ সেমি.।

29.পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি ?

উত্তর:- ময়ূরেশ্বর।

30.পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতের পরিমাণ কত?

উত্তর:- ৫০০ সেমি. (বক্সাদুয়ার)।

31. সুন্দরবন অঞ্চলে বছরে কত সেমি. বৃষ্টিপাত

হয়? উত্তর:- প্রায় ২০০ সেমি.

32.কোন্ ঋতুতে আশ্বিনের ঝড়’ দেখা যায় ?

উত্তর:- শরৎকালে।

33.শীতকালে প্রবাহিত ঝড়কে কী বলে?

উত্তর:- পশ্চিমী ঝঞা।

34.কালবৈশাখী ঝড় কোন্ মাসে হয় ?

উত্তর:- এপ্রিল-মে মাসে।

35.বর্ষাকালে সূর্য কোন্ রেখার উপর লম্বভাবে কিরণ দেয় ?

উত্তর:- র্কটক্রান্তিরেখা।

36.ডিসেম্বরে সূর্য কোন্ রেখার উপর লম্বভাবে কিরণ দেয়?

মকরক্রান্তি রেখা।

37.পশ্চিমবঙ্গের প্রায় মাঝখান দিয়ে কোন্ রেখা টানা হয়েছে?

উত্তর:- কর্কটক্রান্তি রেখা।

38.পশ্চিমবঙ্গে বনভূমির পরিমাণ কত?

উত্তর:- . হাজার বর্গ কিমি.।

39.একটি পর্ণমােচী উদ্ভিদের নাম লেখাে।

উত্তর:- শাল।

40.রয়্যাল বেঙ্গল টাইগার কোন্ বনে দেখা যায় ?

উত্তর:- সুন্দরবন।

41.পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কী ?

উত্তর:- কলকাতা

42.লাক্ষা কীটের চাষ কোথায় করা হয়?

উত্তর:- পুরুলিয়াতে।

44.লাক্ষা কীটের মল থেকে কী প্রস্তুত হয়?

উত্তর:- গালা

45.পশ্চিমবঙ্গে ভারতের কত শতাংশ লােক বাস

উত্তর:- ২.৬৭%

46.ভারতের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম কোনটি?

উত্তর:- খঙ্গাপুর রেলওয়ে স্টেশন।

47.পশ্চিমবঙ্গের প্রধান নদী-বন্দরটির নাম

উত্তর:- কলকাতা

48.পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কী ?

উত্তর:- কলকাতা

49.পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম ?

উত্তর:- দক্ষিণ দিনাজপুর।.

50.কলকাতার জনঘনত্ব কত?

উত্তর:- প্রতি বর্গকিমিতে ২৪,৭৬০ জন।

২.৬৭%।

51. পশ্চিমবঙ্গে প্রতি ১০০০ জন পুরুষ পিছ কতজন নারী?

উত্তর:- ৯৩৪ জন।

52.ভারতের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি?

উত্তর:- কলকাতা।

53.পশ্চিমবঙ্গে কত শতাংশ মানুষ বুদ্ধিজীবী?

উত্তর:- ৬০ শতাংশ।

54.পশ্চিমবঙ্গের কোথায় টোটো উপজাতি বাস

করে?

উত্তর:- তরাই-ডুয়ার্স অঞলে।

55. পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে কী কী

সম্প্রদায়ের লােক বাস করে?

উত্তর:- নেপালী, ভুটিয়া, লেপচা, গােখা ইত্যাদি

H h

56.সুন্দরবন অঞ্চলের অধিবাসীদের প্রধান পেশা

কী ?

উত্তর:- মাছধরা, মােম, মধু সংগ্রহ করা।

57.পৃথিবীর সর্বোচ্চ রেলস্টেশনের নাম কী?

উত্তর:- ঘুম।

58.‘হিমালয়ের রাণী’ কাকে বলে?

উত্তর:- দার্জিলিং-কে।

59.পূর্ব রেলপথের সদর কোথায় ?

উত্তর:- কলকাতায়।

60.দার্জিলিং জেলার দক্ষিণে কী পৰ্বত অবস্থিত?

উত্তর:- টাইগার হিল (উচ্চতা ২৫৬৭ মিটার)।

62.মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোন্‌টি?

উত্তর:- অযােধ্যা পাহাড়ের গােগাবুরু শৃঙ্গ (৬৭৭ মিটার)।

63.পশ্চিমবঙ্গে কোন্ নদী গঙ্গা নামে পরিচিত?

উত্তর:- ভাগীরথী-হুগলি নদী।

64. শুশুনিয়া ও বিহারীনাথ পাহাড় কোন্ জেলায়

অবস্থিত?

উত্তর:- বাঁকুড়া জেলায়।

65.পুরুলিয়া জেলার পাহাড়গুলি কী কী ?

অযােধ্যা, জয়চণ্ডী, পাঞেৎ, বাঘমুণ্ডি প্রভৃতি

পাহাড়।

66. পুরুলিয়া জেলার উত্তর দিকে কী পাহাড়

অবস্থিত?

উত্তর:- পাণ্ডেৎ পাহাড়।

67পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন্ মালভূমির

অংশ ?

উত্তর:- .ছােটনাগপুর মালভূমি।

68.হিমালয় পর্বতের পাদদেশের পশ্চিমাংশ কী নামে পরিচিত?

উত্তর:- তরাই অঞ্চল।

69.তরাই অঞ্চলের পূর্বাংশের নাম কী ?

উত্তর:- ডুয়ার্স অঞ্চল।

70.ডুয়ার্স কাকে বলে ?

উত্তর:- হিমালয় পর্বতের পাদদেশে আর্দ্র বিস্তীর্ণ ঢেউ

খেলানাে সমতল ভূমিকে ডুয়ার্স বলে।

71.সময় ভূমির মাঝখানে শক্ত পাথরে তৈরি

ছােট টিলাকে কী বলে?

উত্তর:- মােনাড়নক।

72.পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি ?

উত্তর:- সুন্দরবন।

73.পশ্চিমবঙ্গের একটি বর্ষার জলে পুষ্ট নদীর

নাম লেখাে।

উত্তর:- দামােদর।

75.কোন্ কোন্ নদীর মিলিত রূপ রূপনারায়ণ ?

উত্তর:- দ্বারকেশ্বর ও শিলাবতী।

76.কোন্ কোন্ নদীর মিলিত রূপ হুগলি নদী ?

উত্তর:- কংসাবতী ও কেলেঘাই।

77.কংসাবতী নদীর উৎপত্তিস্থল কোথায়?

উত্তর:- ছােটনাগপুর মালভূমি।

78. উত্তরবঙ্গের শ্রেষ্ঠ নদীর নাম কী ?

উত্তর:- তিস্তা নদী।

79.দামােদর নদী কোথায় উৎপন্ন হয়েছে?

উত্তর:- ছােটনাগপুর মালভূমির খামারপােত পাহাড়

থেকে।

80.কোন নদীকে বাংলার দুঃখ’ বলা হয় ?

উত্তর:- দামােদর নদীকে।

81.DVC-এর পুরাে নাম কী ?

উত্তর:- দামােদর ভ্যালি কর্পোরেশন।

82.কোন নদী উড়িষ্যার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে

এ বঙ্গোপসাগরে পড়েছে?

উত্তর:- সুবর্ণরেখা।

83.পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের সবচেয়ে

গুরুত্বপূর্ণ নদীর নাম কী ?

উত্তর:- দামােদর।

84.দামােদর নদের প্রধান শাখানদী কোনটি ?

উত্তর:- মুণ্ডেশ্বরী।

85.জলঢাকা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?

উত্তর:- ভুটানের বিদাং হ্রদ থেকে।

86.তিস্তা কোন্ হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে?

উত্তর:- জেমু হিমবাহ।

87.ত্রাসের নদী’ কাকে বলে?

উত্তর:- 0তিস্তা।

88.পশ্চিমবঙ্গে বরফগলা জলে পুষ্ট নদীগুলাের

নাম লেখ।

উত্তর:- দামােদর, অজয়, ময়ূরাক্ষী, রূপনারায়ণ,কংসাবতী, সুবর্ণরেখা ইত্যাদি।

90. ভাগীরথী-হুগলির প্রধান উপনদীগুলির নাম

লেখ।

উত্তর:- দামােদর, অজয়, ময়ূরাক্ষী, রূপনারায়ণ হলদি

ইত্যাদি।

J j

বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name: West Bengal new GK Question answer in Bengali PDF

File Format:- Pdf

Quality:- High

File Size:-  0.5Mb

Pages:- 3

File Location:- Google Drive


Download: click Here to Download


Related Posts


Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown ১৫ মে, ২০২১ এ ৯:১৪ PM

    সুন্দর কন্টেন্ট নিরলস পরিশ্রমের মাঝে দুই একটা ভুল কোনো বাধা রাখে না, তবুও দাদা শুরুতে কৃষ্ণনগর বানান টা ঠিক করে দেবেন।

Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now