জেরা এশিয়া স্কলারশিপ উদ্বোধন

জেরা এশিয়া স্কলারশিপ উদ্বোধন করল বাংলাদেশে বিদ্যুৎ জ্বালানি খাতের ব্যবসায় সামিটের অংশীদার জেরা কো. ইনকরপোরেটেড। স্কলারশিপের মাধ্যমে ইন্টারন্যাশনাল ইউনিভার্সির্িট অব জাপানে (আইইউজে) আগামী বছরের ২৫ মার্চ পর্যন্ত স্নাতকোত্তর পর্যায়ে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ফিলিপাইনস,     সিঙ্গাপুর, তাইওয়ান ভিয়েতনামের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে।

জেরা চেয়ারম্যান তোশিহিরো সানো বলেন, এরই মধ্যে আমরা আমাদের জ্বালানি এবং অবকাঠামো ব্যবসার মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছি এবং আশা করি, নবপ্রতিষ্ঠিত জেরা এশিয়া স্কলারশিপ এসব দেশে ভবিষ্যতের অর্থনৈতিক উন্নয়নে জরুরি ভূমিকা পালন করবে।

স্কলারশিপ আইইউজের দুই বছর মেয়াদি স্নাতকোত্তর কোর্সের ১০০ শতাংশ ভর্তি ফি, ১০০ শতাংশ টিউশন ফিসহ জাপানি ইয়েন লাখ ৫০ হাজার মাসিক বৃত্তি প্রদান করবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন