কিভাবে অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করবেন

আপনার যদি পাসপোর্ট করা থাকে তাহলে কিভাবে আপনি অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করবেন তা আপনাদের এই নিবন্ধনের মাধ্যমে জানাব, তাই পুরো নিবন্ধনটি মনোযোগ সহকারে পড়ুন।

কেন পাসপোর্ট একটি গুরুত্ব পূর্ণ ডকুমেন্ট?

পাসপোর্ট একটি গুরুত্ব পূর্ণ ডকুমেন্ট, পাসপোর্ট শুধু অন্যদেশে ভ্রমনের জন্য ব্যাবহার হয়নাহ, পাসপোর্ট দ্বারা আপনার পরিচয় ও যাচাই হয়। আপনার যদি সামর্থ্য থেকে থাকে তাহলে আপনি আপনার সঠিক নামে একটি পাসপোর্ট করে ফেলুন। আপনি যদি পাসপোর্ট আপনার নামে করে ফেলেন তাহলে পাসপোর্টটি দিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন, এবং পাসপোর্ট দিয়ে অনেক গুরুত্ব পূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে শুবিধা লাভ করতে পারবেন।

যেমনঃ আপনার পাসপোর্ট থাকলে আপনি অনলাইনে ই-টিন সনদপত্র নিতে পারবেন।

বাংলাদেশে বর্তমানে ১৬ বছর বয়স নাহ হওয়া পর্যন্ত জাতীয় পরিচয় পত্র করতে পারবেন নাহ, কিন্তু আপনার বয়স ১৬ বছর এর নিচে হলেও আপনি পাসপোর্ট করতে পারবেন।

অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম

আপনার যদি পাসপোর্ট করা থাকে তাহলে খুব সহজেই আপনি অনলাইনে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে পারবেন, নিন্মে দেখানো নিয়ম অনুসারে আপনি অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে পারবেন।

ধাপ ১ঃ সবার প্রথমে আপনাকে https://www.epassport.gov.bd/landing এই ওয়েবসাইটে ভিসিট করতে হবে।

ধাপ ২ঃ এর পরে মেনুবার থেকে “আবেদনপত্রের স্ট্যাটাস চেক” এ ক্লিক করতে হবে।

ধাপ ৩ঃ এখন পাসপোর্ট অফিস থেকে ছবি ও অন্যান্য তথ্যাদি দেয়ার পরে আপনাকে যে ডেলিভারি স্প্লিপটি দেয়া হয়েছিল ওই স্লিপ এর উপরে একটি Aplication ID দেয়া আছে ওই Aplication ID টি বক্সে প্রবেশ করান এবং আপনার পাসপোর্টে যে জন্মের তারিখ দিয়েছেন সেটি দিন, এবং “I am Human” কিংবা “Captcha Code” সঠিক ভাবে সম্পূর্ণ করুন, এর পরে চেক বাটন এ ক্লিক করুন।

ধাপ ৪ঃ Captcha Code সম্পন্ন হয়ে গেলে আপনার পাসপোর্ট এর বর্তমান পরিস্থিতি আপনাকে জানিয়ে দেয়া হবে।

পাসপোর্ট সংক্রান্ত প্রশ্নবলি

পাসপোর্ট হয়েছে কিনা চেক করবো কিভাবে?

সাধারণত পাসপোর্ট হয়েছে কিনা চেক করার জন্য আপনাকে https://www.epassport.gov.bd/landing ওয়েবসাইটে ভিসিট করতে হবে এবং আপনার Aplication ID দিয়ে চেক করতে হবে। কিভাবে করতে হয় এর সম্পূর্ণ প্রক্রিয়া এই নিবন্ধনে দেয়া আছে।

ডেলিভারী স্লিপ নম্বর কোথায় পাব?

পাসপোর্ট অফিস থেকে আপনাকে যে স্লিপটি দেয়া হয়েছে ওই স্লিপটির ওপরে একটি নম্বর দেয়া আছে ওইটাই আপনার ডেলিভারী স্লিপ নম্বর।

ই পাসপোর্ট ডেলিভারি সময় কতদিন?

আপনার বায়োমেট্রিক তথ্য দেয়ার পর থেকে ১৭ থেকে ২১ কর্ম দিবসের মধ্যেই আপনি আপনার ই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন।

Leave a Comment